জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিঃ এ নতুন সংযোজন শিশু ওয়ার্ড এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল। =================================== অনুষ্ঠান উদ্বোধন করেনঃ ডাক্তার মোহাম্মদ আহমাদুর রহমান। প্রধান অতিথিঃ‌ ডাঃ মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতিঃ মোঃ মোস্তাফিজুর রহমান বাপ্পি ব্যবস্থাপনা পরিচালক, জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিঃ আয়োজনেঃ #জামালপুর_সেন্ট্রাল_হাসপাতাল_লিঃ শিশু ওয়ার্ড এর উদ্ভো্ধনী অনুষ্ঠানে আরো উপস্থিত – মোঃ মাজহারুল ইসলাম পরিচালক (অর্থ) জামালপুর সেট্রাল হাসপাতাল লিঃ ডাঃ জি ডি মন্ডল এমবিবিএস, এমডি (নিউরলোজী) ন্যাশনাল ইন্সিটিউট অব নিউরো সায়েন্স, ঢাকা। ডাঃ মোঃ তাজুল ইসলাম এমবিবিএস, এফসিপিএস ( শিশু) সহকারী অধ্যাপক (শিশু) শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জামালপুর । ডাঃ মোঃ ফাজলুল করীম, সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর। ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক ((আর্থো সার্জারি), ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ময়মনসিংহ। ডাঃ মোঃ শফিউল আলম বাবুল, সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড, ঢাকা। ডাঃ মোহাম্মদ শফিকুল্লাহ আকবর, সহকারী অধ্যাপক (মেডিসিন বিভাগ), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। এছাড়া জামালপুর সেন্ট্রাল; হাসপাতাল লিঃ এর পরিচালনা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  
X